spot_img

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ৩

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসের একটি ক্যাথলিক স্কুলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। স্থানীয় সময় বুধবার (২৭ আগস্ট) এ হামলা হয়। এতে বন্দুকধারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গ্রীষ্মকালীন বন্ধ শেষে গত সোমবার স্কুলটি খুলেছিল। এর দুদিন পর হামলার ঘটনা ঘটল।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বন্দুকধারী মারা গেছেন বলে নিশ্চিত হয়েছেন তারা। হামলার পর তিনি নিজেই আত্মহত্যা করেন।

যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম জানিয়েছেন তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এক্সে ক্রিস্টি নোয়েম লিখেছেন, “এই ঘৃণ্য হামলার হতাহত ও তাদের পরিবারের জন্য আমি প্রার্থনা করছি।”

স্থানীয় একটি টিভি চ্যানেল জানিয়েছে, অ্যানোনিকেশন ক্যাথলিক স্কুলটিতে যখন বন্দুকধারী হামলা হয় তখন শিশুরা সকালের পিটির জন্য জড়ো হয়েছিল।

বেসরকারি এ স্কুলটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী প্রি-স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৩৯৫ শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। ১৯২৩ সালে প্রতিষ্ঠিত এ ধর্মীয় স্কুলটিতে ধর্মীয়সহ অন্যান্য সাধারণ শিক্ষা দেওয়া হতো।

সংবাদমাধ্যম সিবিএসেকে একটি সূত্র জানিয়েছে, বন্দুকধারী আধা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। স্থানীয় এক বাসিন্দাও জানিয়েছেন, তিনি আধা স্বয়ংক্রিয় রাইফেল থেকে গুলি ছোড়ার শব্দ শুনতে পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক কূটনীতির কড়া সমালোচনায় মাদুরো

যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক কূটনীতির কড়া সমালোচনা করলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। বুধবার (২৭ আগস্ট) এক সাক্ষাৎকারে ওয়াশিংটনের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের...

এই বিভাগের অন্যান্য সংবাদ