spot_img

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে গফ, জিতলেন ওসাকাও

অবশ্যই পরুন

পিছিয়ে পড়েও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে ইউএস ওপেনে দ্বিতীয় রাউন্ডে নাম লেখালেন কোকো গফ। অন্য ম্যাচে বেলজিয়ামের গ্রিট মিনেনের বিপক্ষে সহজ জয় পেয়েছেন নাউমি ওসাকা।

নারী এককে ম্যাচের শুরু থেকেই ছন্দে ছিলেন না দুই বছর আগে ইউএস ওপেন জেতা গফ। সার্ভিস নিয়ে বার বার ভুগতে হয়েছে তাকে। এরপরও প্রথম সেটে জয়ের দেখা পান এই টেনিস তারকা। দ্বিতীয় সেটেও এক সময় পর্যন্ত এগিয়ে ছিলেন ৪-২ গেমে। এরপর দু’বার সেট পয়েন্ট বাঁচিয়ে ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে। সেখান থেকে টমলানোভিচ সমতায় ফিরলে ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। বাঁচা মরার সেটে ৫-৪ এগিয়ে থাকার সময় ডাবল ফল্ট করে বসেন গফ। শেষ পর্যন্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে কষ্টার্জিত জয় নিয়ে কোর্ট ছাড়েন গফ।

অন্যদিকে, সহজেই দ্বিতীয় রাউন্ডে নাম লিখিয়েছেন নাউমি ওসাকা। বেলজিয়ামের গ্রিট মিনেনকে ৬-৩, ৬-৪ গেমে হারান তিনি। আর ছেলেদের ম্যাচে আলেজান্দ্রো টাবিলোকে হেসে খেলেই হারিয়েছেন জেভরেভ।

সর্বশেষ সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অনাকাঙ্ক্ষিত: উপদেষ্টা ফাওজুল কবির

প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ