spot_img

কর ছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার ইঙ্গিত রাজস্ব বোর্ডের

অবশ্যই পরুন

কর ছাড়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসছে রাজস্ব বোর্ড। মঙ্গলবার (২৬ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংলাপে এমন ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।

তিনি বলেন, কর জিডিপির অনুপাত ক্রমান্বয়ে কমছে। যা এখন উদ্বেগের কারণ। এসময় নিয়মিত রাজস্ব পরিশোধের আহ্বানও জানান তিনি।

সিপিডির গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম বলেন, সবাই ন্যায্য হারে কর দিচ্ছে না। গত এক বছরে একেকটি কোম্পানির করের হার প্রায় দ্বিগুন হয়েছে। সবচেয়ে বেশি করের বোঝা টেলিকম কোম্পানিগুলোতে। এরপরে আছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও সিমেন্ট শিল্প।

সিপিডির মতে, যে কোনো দেশের তুলনায় বাংলাদেশে ভ্যাটের স্ল্যাব বেশি। কর জিডিপি অনুপাত অন্তত ১৫ ভাগ থাকা উচিত। কর্পোরেট ট্যাক্স ১৯ শতাংশের কাছাকাছি নিলেও কোনো খাত প্রতিযোগিতা সক্ষমতা হারাবে না। অন্যান্য দেশে এই হার ২০ থেকে ৩০ শতাংশের মধ্যে আছে বলেও জানান সংশ্লিষ্টরা।

সর্বশেষ সংবাদ

ইতিহাস করতে যাচ্ছেন জেসি, অভিনন্দন মার্কিন দূতাবাসের

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। তিনি হচ্ছেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার, যিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ