spot_img

আমরা পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (২৪ আগস্ট) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এ কথা জানান পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

তিনি বলেন, ‘পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গত সরকারের আমলে ইচ্ছকৃতভাবে পিছিয়ে রাখা হয়েছে। আমরা পাকিস্তানের সঙ্গে একটা স্বাভাবিক সম্পর্ক চাই, যা আমরা অন্যান্য বন্ধুদের সঙ্গে চাই। আমাদের ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ হচ্ছে। সে হিসেবেই আমাদের সম্পর্কটা এগোচ্ছে।’

একাত্তর ইস্যুতে পাকিস্তানের ক্ষমা চাওয়ার বিষয়ে তিনি বলেন, এ বিষয়ে আলোচনার ভিত্তিতে সমাধানের বিষয়ে একমত পাকিস্তান।

তিনি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে একমত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। আমাদের সম্পর্ক হবে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে।

সর্বশেষ সংবাদ

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির বিষয়ে পুলিশের জরুরি বার্তা

অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন করার সময়সীমা বিষয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ পুলিশ। রোববার (২৪ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ