spot_img

একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো দুইবার সমাধানের দাবি ইসহাক দারের

অবশ্যই পরুন

একাত্তরে বাংলাদেশে চালানো নারকীয় হত্যাযজ্ঞের বিষয়টি সুস্পষ্ট বক্তব্য দিলেন না পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দাবি করেছেন, একবার শুধু নয়, দুই বার সমাধান হয়েছে একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো। তার ভাষ্য, গণহত‍্যার জন্য ক্ষমা চাওয়াও হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।

ইসহাক দার বলেন, অমীমাংসিত বিষয়গুলো প্রথম দফায় নিষ্পত্তি হয় ১৯৭৪ সালে। পরবর্তীতে ২০০০ সালের শুরুর দিকে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশাররফের সফরকালে। তিনিও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এ ক্ষেত্রে কৌশলী জবাব দেন। টেনে আনেন ধর্মকে। বলেন, একটি পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে। তবে ইসলামের শিক্ষা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে ভাইয়ে ভাইয়ে বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। পাকিস্তানও সেই দৃষ্টিভঙ্গিই অনুসরণ করতে চায়।

সর্বশেষ সংবাদ

কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নতির বিষয়ে পুলিশের জরুরি বার্তা

অধস্তন কর্মকর্তা এবং কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অনলাইন আবেদন করার সময়সীমা বিষয়ে জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ পুলিশ। রোববার (২৪ আগস্ট)...

এই বিভাগের অন্যান্য সংবাদ