মধ্যরাতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির মোটরসাইকেল ও প্রাইভেটকারের সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজধানীতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানের নিমতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। এছাড়া গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে প্রথমে পাঠানো হয় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক তাকে ঢাকায় রেফার করেন জরুরি বিভাগের চিকিৎসকরা।
এ ঘটনায় নিহতরা হলেন- আওলাদ হোসেন (২৩), হাবিল (২৪) ও কাইয়ুম (২২) এছাড়া আহত ব্যক্তির নাম ইমন (২০) বলে জানিয়েছে হাঁইওয়ে পুলিশ।
হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি আবু নাঈম সিদ্দিক জানান, শ্রীনগর থেকে কাজ শেষ তিন বন্ধু একসাথে বাড়ি ফেরার পথে মহাসড়কের নিমতলা এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।
তিনি আরও জানান, নিমতলাগামী একটি লাল রঙের নম্বরবিহীন পালসার মোটরসাইকেলের সাথে নিমতলা থেকে শ্রীনগরগামী অজ্ঞাত একটি প্রাইভেট কারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যায়।
ধারণা করা হচ্ছে, নিহতদের মধ্যে তিনজন মোটরসাইকেলের যাত্রী ও একজন সাধারণ পথচারী তবে মাত্রা অতিরিক্ত গতি অথবা অজ্ঞাত প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়ায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস।
এছাড়া নিহতদের সকলের বাড়ি সিরাজদিখান উপজেলার রওশুনিয়া ইউনিয়নের খিলাপাড়া বলে জানিয়েছে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।
এদিকে একই দিন সকালে এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগরের ষোলঘর এলাকায় দ্রুতগতির প্রাইভেট কার উল্টে নিহত হয়েছে আরও ৩ জন। পৃথক দুটি ঘটনায় একদিনেই এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল ছয় জনের।