অস্ট্রেলিয়া সফরে দারুণ শুরু করলেও ধারাবাহিক হতে পারছে না বাংলাদেশ ‘এ’ দল। মেলবোর্ন স্টারস একাডেমির বিপক্ষে জয় ছিনিয়ে আনার ভালো সুযোগ তৈরি করেও তা হাতছাড়া করেছে নুরুল হাসান সোহানের দল। ফলে সেমিফাইনালে ওঠার স্বপ্ন কঠিন হয়ে গেল তাদের।
শেষ ২৪ বলে মেলবোর্নের প্রয়োজন ছিল ৩৭ রান, হাতে ছিল ৫ উইকেট। এমন সময়ে বল হাতে নেন তোফায়েল আহমেদ। কিন্তু নিজের প্রথম ওভারে দেন ২২ রান। ওই ওভারেই ম্যাচ বেরিয়ে যায় বাংলাদেশের হাত থেকে। এরপর মার্লোর ৩৮ বলে ঝড়ো ৬১ রানের ইনিংসে ১৯.২ ওভারেই লক্ষ্য টপকে যায় মেলবোর্ন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রান তোলে বাংলাদেশ। নাইম শেখ (১৯) ও জিসান আলম (১৩) শুরুটা ভালো করতে পারেননি। একেবারেই ব্যর্থ হয়েছেন আফিফ হোসেন (০)। মাঝামাঝি সময়ে সাইফ হাসান (৪৫) ও অধিনায়ক সোহানের (৩৩) জুটিতে কিছুটা গতি আসে ইনিংসে। শেষ দিকে ইয়াসির আলী রাব্বির ১৭ বলে ২৯ রানের ক্যামিওতে লড়াকু সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা।
বল হাতে হাসান মাহমুদ (২/২১) ও রাকিবুল হাসান (২/২৩) চেষ্টা করলেও শেষ পর্যন্ত কাজ হয়নি। মেলবোর্ন জয় তুলে নেয় ৩ উইকেটে।
বাংলাদেশের এটি ছিল পাঁচ ম্যাচে তৃতীয় হার। গ্রুপপর্বে সেমিফাইনালের লড়াই টিকিয়ে রাখতে শেষ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির বিপক্ষে জিততেই হবে সোহানদের।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ‘এ’ দল – ১৫৬/৮ (২০ ওভার)
(সাইফ ৪৫, সোহান ৩৩, রাব্বি ২৯; ম্যাকেঞ্জি ২ উইকেট)
মেলবোর্ন স্টারস একাডেমি – ১৫৭/৭ (১৯.২ ওভার)
(মার্লো ৬১, হার্পার ২৯; হাসান ২/২১, রাকিবুল ২/২৩)