spot_img

পিআরের দাবিতে মাঠে থাকবে জামায়াত, নেবে ভোটের প্রস্তুতিও: আযাদ

অবশ্যই পরুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক সংকটের মূল কারণ ছিল নির্বাচন। তাই এখন পিআর পদ্ধতিই সর্বোত্তম পদ্ধতি বলে মনে করছে জামায়াতে ইসলামী।‎ জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামায়াত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেয়া হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সাথে জামায়াতের প্রতিনিধিদলের সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচনের সময় নিয়ে হামিদুর রহমান আযাদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনও সমস্যা নেই। তবে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। দলটির দাবি নিশ্চিত করে নির্বাচন দেয়ার কথা বলেন তিনি।

এদিকে, সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সাক্ষাতে ইসির প্রতি আহ্বান জানিয়েছে জামায়াতের প্রতিনিধি দলটি।

সর্বশেষ সংবাদ

নির্বাচন যত বিলম্বিত হবে, দেশে বিভক্তি ততই বাড়বে: মির্জা ফখরুল

জুলাই সনদে নোট অব ডিসেন্ট-এর উল্লেখ থাকার প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও, বাস্তবায়ন প্রক্রিয়ায় সেটা উপেক্ষা করে জনগণ ও দলগুলোর সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ