spot_img

বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডসের দল ঘোষণা

অবশ্যই পরুন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। অভিজ্ঞতা ও তরুণ প্রতিভায় গড়া এই দলকে নিয়েই বাংলাদেশ সফরে আসছে ডাচরা। সিরিজটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

নেদারল্যান্ডসের ঘোষিত স্কোয়াডে নেই কয়েকজন পরিচিত মুখ—বাস ডি লিড, লোগান ভন বিক ও কলিন আকারম্যান। তবে দলে জায়গা পেয়েছেন সাম্প্রতিক সময়ে ভালো পারফর্ম করা বেশ কয়েকজন উদীয়মান ক্রিকেটার। নির্বাচকরা মূলত ভবিষ্যতের দিক বিবেচনায় রেখেই তরুণদের অগ্রাধিকার দিয়েছেন।

দলের নেতৃত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এছাড়া দলে আছেন ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, নোয়াহ ক্রুস, সাকিব জুলফিকার, রায়ান ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল ও ফ্রেড ক্লাসেন।

বিশেষ দৃষ্টি থাকবে নেদারল্যান্ডসের কোচিং প্যানেলের দিকেও। কারণ বাংলাদেশের বিপক্ষে তাদের পরিকল্পনা সাজাচ্ছেন টাইগারদের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুক, যিনি বর্তমানে ডাচদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে আছেন সহকারী কোচ রায়ান ভন নিকার্ক ও হেইনো কুন, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ডিন মুনসামি, ফিজিও লরেনজো মেয়ার, টিম ম্যানেজার ডেভি বেকার ও মিডিয়া ম্যানেজার কোরি রুটগার্স।

এদিকে বাংলাদেশ এখনও এই সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি। তবে এশিয়া কাপের দল ঘোষণার শেষ সময় ২২ আগস্ট হওয়ায় ধারণা করা হচ্ছে। খুব শিগগিরই দুই টুর্নামেন্টের স্কোয়াড ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের বিপক্ষে নেদারল্যান্ডস স্কোয়াড: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রুস, সাকিব জুলফিকার, রায়ান ক্লাইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, টিম প্রিঙ্গল, ফ্রেড ক্লাসেন।

সর্বশেষ সংবাদ

চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে নৌপরিবহন উপদেষ্টার বৈঠক

চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইয়াং ডংনিংয়ের সঙ্গে বৈঠক করেছেন নৌপরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.)...

এই বিভাগের অন্যান্য সংবাদ