spot_img

আবারও ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের সিংহাসনে মহারাজ

অবশ্যই পরুন

২১ মাস পর আবারও ওয়ানডেতে সিংহাসন ফিরে পেয়েছে কেশব মহারাজ। অস্ট্রেলিয়াকে নাকাল করা ক্যারিয়ারসেরা বোলিংয়ের পরই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে সুখবর পেলেন মহারাজ। আবারও উঠে এসেছেন আইসিসির ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে।

সদ্য প্রকাশিত সাপ্তাহিক হালনাগাদে দেখা গেছে, মহারাজের বর্তমান রেটিং পয়েন্ট ৬৮৭। এই তালিকায় তিনি টপকে গেছেন শ্রীলঙ্কার মাহিশ থিকশানা (৬৭১) ও ভারতের কুলদিপ যাদবকে (৬৫০)। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে পাঁচ উইকেট নেয়ার পারফরম্যান্স সরাসরি প্রভাব ফেলেছে র‍্যাঙ্কিংয়ে।

কেয়ার্নসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। দিয়েছেন এক ওভার মেডেন। ওয়ানডেতে এবারই প্রথমবারের মতো ইনিংসে ৫ উইকেট পেয়েছেন প্রোটিয়া বাঁহাতি স্পিনার। মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স ক্যারি, অ্যারন হার্ডি—অস্ট্রেলিয়ার এই পাঁচ ব্যাটারের উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।

২০২৩ সালের নভেম্বরে মহারাজ তার ক্যারিয়ারে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন। তখনই পেয়েছিলেন ক্যারিয়ারসেরা ৭৪১ রেটিং পয়েন্ট।

সর্বশেষ সংবাদ

বৈদেশিক কর্মসংস্থানে নতুন প্ল্যাটফর্ম ওইপি উদ্ধোধন

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিনামূল্যে সেবা প্রদানের জন্য ওভারসিজ এমপ্লয়মেন্ট প্ল্যাটফর্ম (ওইপি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ