রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।
এসপিএ জানায়, পুতিন সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের ফলাফল যুবরাজকে অবহিত করেন। তিনি সৌদি আরবের ‘অটল অবস্থান’ এবং যুবরাজ সালমানের শান্তি প্রতিষ্ঠায় ‘গঠনমূলক প্রচেষ্টা’র প্রশংসা করেন।
ফোনালাপে যুবরাজ সৌদি আরবের পক্ষ থেকে পুনর্ব্যক্ত করেন যে, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির জন্য কূটনৈতিক সংলাপই উত্তম পথ।
আলোচনায় সৌদি আরব ও রাশিয়ার বিদ্যমান সহযোগিতার ক্ষেত্রগুলো এবং সেগুলো আরও জোরদার করার উপায় নিয়েও মতবিনিময় হয়।
এদিন এর আগে ক্রেমলিনও জানায়, পুতিন যুবরাজকে ফোন করে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক যোগাযোগ সম্পর্কে অবহিত করেছেন।