spot_img

ইসরায়েলের কঠোর সমালোচনায় অস্ট্রেলিয়া

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার কূটনীতিকদের ভিসা বাতিল করার ঘটনায় ইসরায়েলকে কঠোর সমালোচনা করেছে ক্যানবেরা। এ ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। খবর আল জাজিরার।

ইসরায়েলের এই সিদ্ধান্ত আসে অস্ট্রেলিয়া কট্টর ডানপন্থী ইসরায়েলি রাজনীতিক ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোটসঙ্গী সিমচা রথম্যানের ভিসা বাতিল করার কয়েক ঘণ্টা পর। তিনি অস্ট্রেলিয়ান ইহুদী অ্যাসোসিয়েশন আয়োজিত কয়েকটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং ইসরায়েলের পদক্ষেপকে ‘অযৌক্তিক প্রতিক্রিয়া’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘যে সময়ে আলোচনার এবং কূটনৈতিক সমাধানের প্রয়োজন সবচেয়ে বেশি, সে সময়ে নেতানিয়াহু সরকার ইসরায়েলকে একঘরে করছে এবং শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধানের জন্য আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করছে।’

অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’আর ভিসা বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন থেকে অস্ট্রেলিয়ার সব সরকারি ভিসা আবেদনের ক্ষেত্রে বিশেষ যাচাই-বাছাই করা হবে।

তিনি আরও জানান, আসন্ন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির পরিকল্পনার সঙ্গেও এ সিদ্ধান্ত যুক্ত।

সর্বশেষ সংবাদ

পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি, থাকবে খাল খনন কর্মসূচিও: তারেক রহমান

বিএনপি আগামী দিনের সকল রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে পাঁচ...

এই বিভাগের অন্যান্য সংবাদ