spot_img

দুবাইয়ের প্রথম এআই কন্যা ‘লতিফা’

অবশ্যই পরুন

আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভার্চুয়াল কন্যা চরিত্র ও তার পরিবারের নাম ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এই ডিজিটাল পরিবারটি আমিরাতের সংস্কৃতি ও মূল্যবোধ দ্বারা অনুপ্রাণিত প্রথম ভার্চুয়াল মডেল। এর মাধ্যমে বিভিন্ন ভাষাভাষি ও সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এটি ‘ইয়ার অব দ্য কিমউনিটি’ উদ্যোগের অংশ এবং প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই উদ্যোগটির কথা ঘোষণা করেছেন।

সম্প্রতি উন্মোচিত এই ডিজিটাল প্রকল্পে অংশগ্রহণের জন্য সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছিল। সেখানে প্রায় ১৪ হাজার মানুষ ভোট দিয়েছেন। তিনটি প্রস্তাবিত নামের মধ্যে ‘লতিফা’ পেয়েছে সর্বোচ্চ ৪৩ শতাংশ ভোট। ‘মীরা’ পেয়েছে ৩৭ শতাংশ এবং ‘দুবাই’ ২০ শতাংশ।

ফলে ‘লতিফা’ নামটি নির্বাচিত হয়েছে ইউএই-এর প্রথম ভার্চুয়াল কন্যা চরিত্র হিসেবে।

লতিফা তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। লতিফার বাবা মোহাম্মদ, মা সালামা এবং ভাই রাশেদ। ঐতিহ্যবাহী এমিরাতি পোশাকে আধুনিক ছোঁয়া নিয়ে সাজানো লতিফা চরিত্র।

এই চরিত্রের উদ্দেশ্য মূলত শিশু ও পরিবারগুলোর সঙ্গে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ডিজিটাল সেবার বিষয়ে ইতিবাচক সংলাপ গড়ে তোলা।

ডিজিটাল দুবাইয়ের উদ্যোগে এই ভার্চুয়াল পরিবারটি ডিজিটাল লাইফস্টাইল নিয়ে নানা গল্প বলবে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে শিগগিরই তাদের উপস্থিতি দেখা যাবে। পাশাপাশি তারা নিরাপদ ও দায়িত্বশীল ডিজিটাল আচরণ প্রচারে কাজ করবে।

সূত্র: খালিজ টাইমস।

সর্বশেষ সংবাদ

প্রতিদ্বন্দ্বী নয়, ভারত-চীন একে অপরকে অংশীদার হিসেবে দেখা উচিত: চীনের পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও চীনকে একে অপরকে ‘প্রতিদ্বন্দ্বী বা হুমকি’ নয়, বরং ‘অংশীদার’ হিসেবে দেখা উচিত—স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) দিল্লিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ