spot_img

৬ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

একাধিক অভিযোগ তুলে ৬ হাজারের বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। অভিযোগের মধ্যে রয়েছে- আইন ভঙ্গ, ভিসার মেয়াদোত্তীর্ণ ও সন্ত্রাসবাদ সমর্থন। সোমবার (১৮ আগস্ট) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। খবর রয়টার্স

অভিবাসন সীমিত করার লক্ষ্যে ট্রাম্প প্রশাসন অনেক আগে থেকেই শিক্ষার্থী ভিসার ওপর কড়াকড়ি আরোপ করে। এমনকি শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তথ্যও পর্যবেক্ষণ করা হয়। এ নিয়ে প্রথম প্রতিবেদেন প্রকাশ করে ফক্স ডিজিটাল।

এছাড়া চলতি বছর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে বিভিন্ন দেশে থাকা দূতাবাসকে আবদেনকারীদের আবেদন গভীরভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেয়া হয়। বিশেষ করে যাদেরকে ওয়াশিংটন যুক্তরাষ্ট্রবিরোধী বল মনে করে এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার ইতিহাস রয়েছে।

বাতিল হওয়া ৬ হাজার ভিসার মধ্যে প্রায় ৪ হাজার আইন ভঙ্গের কারণে বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া আরও ২০০-৩০০ ভিসা বাতিল হয়েছে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনের ৩বি ধারা অনুযায়ী, যেখানে ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’কে মানবজীবনের জন্য ঝুঁকিপূর্ণ বা আইন ভঙ্গকারী কর্মকাণ্ড হিসেবে বিস্তৃতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে।

চলতি বছরের মে মাসে মার্কিন কংগ্রেসে বক্তব্য দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, জানুয়ারি থেকে কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। তিনি আরও বলেন, ‘সর্বশেষ সংখ্যা আমার জানা নেই, তবে এ বিষয়ে আমাদের আরও পদক্ষেপ নেওয়া বাকি। যেসব মানুষ অতিথি হিসেবে এসেছেন কিন্তু উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা তৈরি করছেন, তাদের ভিসা আমরা বাতিল করতে থাকব।’

ডেমোক্র্যাটরা অবশ্য এই পদক্ষেপের সমালোচনা করেছে। তারা বলছে, এটি শিক্ষার্থীদের আইনি অধিকার হরণের শামিল।

সর্বশেষ সংবাদ

প্রতিদ্বন্দ্বী নয়, ভারত-চীন একে অপরকে অংশীদার হিসেবে দেখা উচিত: চীনের পররাষ্ট্রমন্ত্রী

ভারত ও চীনকে একে অপরকে ‘প্রতিদ্বন্দ্বী বা হুমকি’ নয়, বরং ‘অংশীদার’ হিসেবে দেখা উচিত—স্থানীয় সময় সোমবার (১৮ আগস্ট) দিল্লিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ