ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশার মোড়কে নতুন মৌসুম শুরু হলো বিশ্বচ্যাম্পিয়ন চেলসি। ক্রিস্টাল প্যালেসের সাথে গোল শুন্য ড্র করেছে উত্তর লন্ডনের ক্লাবটি। ফিফা ক্লাব বিশ্বকাপ জেতার ৩৫ দিনের মাথায় পয়েন্ট হারিয়ে লিগ সিজনের যাত্রা শুরু করলো তারা।
রোববার (১৭ আগস্ট) নিজেদের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টালকে আতিথ্য দেয় দ্য ব্লুজ’রা।
ম্যাচে শুরু থেকেই চেলসির ওপর চাপ তৈরি করে খেলতে থাকে সফরকারীরা। ১৩তম মিনিটেই ২০ গজ দূর থেকে দারুণ এক ফ্রি কিকে জালে বল পাঠান এবেরেচি এজে। তবে এই ইংলিশ মিডফিল্ডার শট নেওয়ার সময় ডিফেন্ডার মার্ক গেয়ি চেলসির রক্ষণের কাছাকাছি থাকায় ভিএআরের সাহায্যে গোল দেননি রেফারি। পরে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে পাল্টা জবাব দিলেও গোলের দেখা পায়নি চেলসি। গোলশূন্য সমতায় বিরতিতে যায় দু’দল।
বিরতির পর ম্যাচে লিড নিতে একের পর এক আক্রমণ চালিয়ে যায় স্বাগতিকরা। তবে প্রতিপক্ষের রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতে ব্যর্থ হয় চেলসি ফরোয়ার্ডরা।
শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় দুই দলকে। বিশ্ব ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার ৩৫ দিনের মাথায় পয়েন্ট হারিয়ে প্রিমিয়ার লিগে যাত্রা শুরু করলো দ্য ব্লুজ।
উল্লেখ্য, লিগে দিনের অন্য ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে শুভ সূচনা করেছে আর্সেনাল। আরেক ম্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-১ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।