spot_img

রোনালদোর সঙ্গে বিশেষ মুহূর্তের কথা ফাঁস করলেন বিপাশা বসু

অবশ্যই পরুন

বিশ্ব ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার প্রেমিকা জর্জিনা রদ্রিজের বাগদান নিয়ে যখন ইন্টারনেট সরব তখন বলিউড অভিনেত্রী বিপাশা বসু স্মরণ করলেন তার ও রোনালদোর সঙ্গে এক বিশেষ মুহূর্ত। যা এখন আলোচনার জন্ম দিয়েছে অন্তর্জালে। বিপাশা বসু সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ২০০৭ সালের এক থ্রোব্যাক ভিডিও প্রকাশ করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একই মঞ্চে উপস্থিত। ভিডিওতে বিপাশা লিখেছেন, আইকনিক স্টেজ মোমেন্ট, বিপাশা বসু উইথ রোনালদো।

জানা গেছে, ২০০৭ সালে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তারা একসঙ্গে মঞ্চে উঠেছিলেন। পরে অনুষ্ঠানের আফটার পার্টিতেও দেখা হয় দুইজনের। সেই সময়ের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রচুর চর্চা বেঁধেছিল, যেখানে অনেকেই মনে করেছিলেন রোনালদো বিপাশাকে চুম্বন করছেন। তবে বিপাশা পরে ‘আপকে আদালত’ অনুষ্ঠানে জানান, আমি রোনালদোর বড় ভক্ত। সবসময় তার সঙ্গে দেখা হোক চাইতাম, পর্তুগালে সেই সুযোগ মেলে। রোনালদো অনেক লম্বা, আর কথা বলার জন্য তাকে ঝুঁকে আসতে হয়েছিল। ঠিক সেই সময়ের একটি ভুয়া ছবি চুম্বনরত অবস্থায় নেটে ছড়িয়ে পড়ে, যা ভুল বোঝাবুঝির জন্ম দেয়।

বিপাশার সেই ছবির প্রকাশ রোনালদোর সম্প্রতি প্রেমিকা জর্জিনা রদ্রিজের সঙ্গে বাগদানের পর আবারও আলোচনার জন্ম দিয়েছে। তবে অভিনেত্রী এই বিষয়ে কোনো মন্তব্য এখনও করেননি।

এদিকে, রোনালদো ও জর্জিনা দীর্ঘ ৮ বছরের সম্পর্কের পর বাগদান করেছেন, এবং জর্জিনা সামাজিক মাধ্যমে আংটির ছবি পোস্ট করে লিখেছেন, হ্যাঁ, তোমাকেই চাই এই জীবন আর সব জীবনে। বর্তমানে তারা পাঁচ সন্তানের বাবা-মা। সন্তানদের নাম ক্রিস্টিয়ানো জুনিয়র, জমজ ইভা-মাতেও, আলানা এবং বেলা।

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিনের প্রতি অন্তর্বর্তী সরকারের সমর্থন অব্যাহত থাকবে, রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ...

এই বিভাগের অন্যান্য সংবাদ