spot_img

পোশাক শিল্পের সহযোগী প্রতিষ্ঠানকেও পরিবেশবান্ধব উৎপাদন করতে হবে: বিজিএমইএ সভাপতি

অবশ্যই পরুন

শুধুমাত্র পোশাক শিল্পে নয়, সহযোগী প্রতিষ্ঠানগুলোকেও পরিবেশবান্ধব উৎপাদন নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে এসব শিল্প বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বাংলাদেশ এমব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিইএমইএ) অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিজিএমইএ সভাপতি বলেন, বিইএমইএ’র উদ্যোক্তাদের বেশি বেশি মূল্য সংযোজন করতে হবে। যত বেশি মূল্য সংযোজন করা যাবে তত বেশি পোশাক শিল্প সামনের দিকে অগ্রসর হবে। এ সময় বিইএমইএ’র পক্ষ থেকে তাদের সদস্য ব্যতীত অন্য প্রতিষ্ঠানকে কাজ না দেয়ার আহ্বান জানানো হলে তাতে সম্মতি জানান তিনি।

তিনি আরও বলেন, গ্রাজুয়েশন করতে দেশের শিল্প উদ্যোক্তারা প্রস্তুত। তবে সেটি এখনি নয়। এর জন্য বাড়তি সময় প্রয়োজন। এ সময় বাড়তি সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের সক্ষম করে গড়ে তোলার আহ্বানও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

আরিয়ানের বিরুদ্ধে মামলা করায় বিপাকে সমীর ওয়াংখেড়ে

সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ‘ব্যাডস অফ বলিউড’ দেখে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ