spot_img

দেবকে কখনো ক্ষমা চাইতে হবে না : রুক্মিণী

অবশ্যই পরুন

গত ৪ আগস্ট ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চে প্রায় ১০ বছর পর একই মঞ্চে দেখা হয় ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রীকে। অনুষ্ঠানে কখনও তাদের গলায় শোনা গেছে অভিমানের সুর, আবার কখনও উঠে এসেছে দেবের ফ্লার্টিং। শেষ পর্যন্ত একসঙ্গে নাচতেও দেখা গেছে তাদের। এই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। আর তাতে সমালোচনার নিশানায় পড়েন দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র ও শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী।

এদিকে গত ১৩ আগস্ট, ছবির মুক্তির আগের দিন দেব ও শুভশ্রী একসঙ্গে নৈহাটির বড়মার মন্দিরে যান। লাল শাড়ি ও পাঞ্জাবিতে তাদের একসঙ্গে দেখে ফের শুরু হয় আলোচনা-সমালোচনা। এর ফলে ফের প্রশ্ন ওঠে রুক্মিণী ও রাজকে নিয়েই। সেই ব্যক্তিগত আক্রমণ নিয়ে কিছু দিন আগেই মুখ খুলেছিলেন দেব। এবার মুখ খুললেন রুক্মিণী।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই নায়িকা বলেন, ‘আমি ভীষণ মজার মানুষ। হাসি পাচ্ছে। যদি সিনেমাটা ভালো হয় তবে এর থেকে ভালো কিছু হয় না। আর তা ছাড়া দেবকে কোনোদিন আমার কাছে ক্ষমা চাইতে হবে না।’

দেব-শুভশ্রীর এই রিইউনিয়ন তথা মিলনমেলা নাকি ভালোভাবে নেননি- এমনটা ধারণা নেটিজেনদের। সে প্রশ্ন করতেই অবাক অভিনেত্রী। বলেন, ‘ভীষণ পিছিয়ে পড়া কথাবার্তা। ২০২৫-এ দাঁড়িয়ে যদি এমন কথা বলতে হয় সেটা ভীষণ রিগ্রেসিভ। যারা এমনটা ভাবছেন তারা হয়তো মানসিক ভাবে অনেকটা পিছিয়ে।’

সর্বশেষ সংবাদ

জাতিসংঘের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত মোদির

শুল্কারোপ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যেই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ...

এই বিভাগের অন্যান্য সংবাদ