ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার লন্ডনে মিত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে বৈঠক করবেন। যুক্তরাষ্ট্র–রাশিয়া আলাস্কা শীর্ষ বৈঠকের আগে এই বৈঠককে গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, জেলেনস্কি স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় ডাউনিং স্ট্রিটে পৌঁছাবেন। এর আগে বুধবার স্টারমার বলেন, ইউক্রেনে যুদ্ধবিরতির এখন একটি “বাস্তবসম্মত” সুযোগ তৈরি হয়েছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার একটি বিমানঘাঁটিতে সাক্ষাৎ করবেন। ফেব্রুয়ারি ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর এই প্রথম পুতিনকে পশ্চিমা মাটিতে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে। ওই আক্রমণে ইতোমধ্যে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
রাশিয়ার বাড়তি সামরিক আক্রমণ এবং শুক্রবারের বৈঠকে জেলেনস্কিকে আমন্ত্রণ না জানানো, উভয় বিষয়েই আশঙ্কা বেড়েছে যে ট্রাম্প ও পুতিন এমন এক চুক্তিতে পৌঁছাতে পারেন, যা ইউক্রেনকে বড় ধরনের ছাড় দিতে বাধ্য করবে।