spot_img

আবারও জাতীয় দলে ফিরতে চান লেভানডফস্কি, জানালেন নতুন কোচ

অবশ্যই পরুন

রবার্ট লেভানডফস্কির জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কেটে যাচ্ছে। পোল্যান্ডের নতুন কোচ ইয়ান আর্বান জানিয়েছেন, এই স্ট্রাইকার আবারও দেশের জার্সি গায়ে মাঠে নামতে চান।

আগের কোচ মিখাউ প্রোবিয়েজের সঙ্গে মতবিরোধের কারণে জাতীয় দল থেকে বিরতিতে যান লেভানডফস্কি। প্রোবিয়েজ চলতি বছর শুরুতে লেভানদোভস্কির কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ড কেড়ে নিয়ে তা দেন পিতর জেলিনস্কিকে। এরপর থেকেই জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নেন পোল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা (৮৫ গোল)।

তবে জুনে ফিনল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে পরাজয়ের পর সমালোচনার মুখে পড়ে কোচের পদ ছাড়েন প্রোবিয়েজ। এরপর জুলাইয়ে দায়িত্ব নেন জান আর্বান, যিনি দায়িত্ব নিয়েই লেভানদোভস্কিকে দলে ফেরানোর চেষ্টা শুরু করেন।

বর্তমানে বিশ্বকাপ বাছাই পর্বে পোল্যান্ড রয়েছে তৃতীয় স্থানে, শীর্ষে থাকা ফিনল্যান্ডের থেকে এক পয়েন্ট পিছিয়ে এবং সমান পয়েন্টে রয়েছে নেদারল্যান্ডসের সঙ্গে, যারা এক ম্যাচ কম খেলেছে এবং গোল ব্যবধানে এগিয়ে।

এই প্রেক্ষাপটে লেভানডফস্কিকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন নতুন কোচ আর্বান। তিনি বলেন, ‘আমি রবার্ট লেভানডফস্কির সঙ্গে ফোনে কথা বলেছি এবং তাকে জিজ্ঞাসা করেছি, সে কি ফিরতে চায়। সে বলেছে, হ্যাঁ। কাজেই আমরা ইতোমধ্যে এক ধাপ এগিয়ে গেছি।’

২০১৪ থেকে ২০২৫ পর্যন্ত জাতীয় দলের অধিনায়ক ছিলেন লেভানদোভস্কি। এই সময়ে তিনি ইউরো ২০১৬ থেকে ইউরো ২০২৪ পর্যন্ত পাঁচটি বড় টুর্নামেন্টে নেতৃত্ব দেন।

তবে আর্বান জানিয়ে দিয়েছেন, অধিনায়কের আর্মব্যান্ড ফিরে পাওয়া নিশ্চিত নয়, বিষয়টি তিনি খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

আর্বান বলেন, ‘আমি শুধু রবার্টের সঙ্গে নয়, বরং পিতর জেলিনস্কি এবং দলীয় পর্ষদের খেলোয়াড়দের সঙ্গেও কথা বলতে চাই। সিদ্ধান্ত আমার, তবে আমি তাদের মতামতও শুনতে চাই।’

পোল্যান্ড আগামী ৪ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে। এরপর ৭ সেপ্টেম্বর মুখোমুখি হবে ফিনল্যান্ডের।

সূত্র: বেইন স্পোর্টস

সর্বশেষ সংবাদ

বিদেশি অলরাউন্ডারদের দাম এবার ২৫ বা ৩০ কোটিও ছুঁতে পারে: অশ্বিন

আইপিএলের আসন্ন নিলামকে সামনে রেখে বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এর অংশ হিসেবে অভিজ্ঞ...

এই বিভাগের অন্যান্য সংবাদ