spot_img

দশ বছর পর নতুন রূপে মুক্তি পাচ্ছে ‘বাহুবলি’!

অবশ্যই পরুন

বাহুবলীর মহাকাব্যিক যাত্রা শুরু হয়েছিল ২০১৫ সালে। দশ বছর পর সেই গল্প ফিরিয়ে আনছেন নির্মাতা এস এস রাজামৌলি- তবে এক নতুন আঙ্গিকে।

‘বাহুবলি: দ্য এপিক’ নামের এই বিশেষ সংস্করণে একসঙ্গে ধরা হবে দুটি ছবি- ‘বাহুবলি: দ্য বিগিনিং’ ও ‘বাহুবলি: দ্য কনক্লুশন’। নতুন সম্পাদনা ও অদেখা কিছু দৃশ্য মিলিয়ে ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৫ ঘণ্টা ২৭ মিনিটে।

বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৫ সালের ৩১ অক্টোবর। তবে দর্শকরা আগেই পাবেন এর ঝলক। কারণ, এই বিশেষ সংস্করণের টিজার যুক্ত হচ্ছে রজনীকান্তের ‘কুলি’ ও হৃতিক রোশন-জুনিয়র এনটিআরের ‘ওয়ার ২’-এর প্রিন্টে, যেগুলো মুক্তি পাবে ১৪ আগস্ট।

বছরের দুই বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবির সঙ্গেই যুক্ত হয়ে ‘বাহুবলি: দ্য এপিক’ এর প্রচারণা ছড়িয়ে পড়বে বহুগুণে এ যেন বক্স অফিস কৌশলের সেরা ব্যবহার।

সর্বশেষ সংবাদ

বিদেশি অলরাউন্ডারদের দাম এবার ২৫ বা ৩০ কোটিও ছুঁতে পারে: অশ্বিন

আইপিএলের আসন্ন নিলামকে সামনে রেখে বড় ধরনের দল পুনর্গঠনের পরিকল্পনা করছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। এর অংশ হিসেবে অভিজ্ঞ...

এই বিভাগের অন্যান্য সংবাদ