spot_img

ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে: তারেক রহমান

অবশ্যই পরুন

আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে দেশ গড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণ যদি সমর্থন জানায়, তাহলে একটি নিরাপদ, সমৃদ্ধ ও সবার জন্য কর্মবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এসময় তারেক রহমান বলেন, “নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাই হচ্ছে আগামী দিনের বিএনপির মূল রাজনীতি।” তিনি মনে করেন, দেশের সামগ্রিক অগ্রগতি তখনই সম্ভব, যখন কর্মক্ষেত্রে নিরাপত্তা, স্বচ্ছতা এবং ন্যায্যতা নিশ্চিত করা যায়। তিনি বলেন, “আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিন, দেশ গড়ার সুযোগ দিন। ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, “প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে যদি আমরা সহনশীলতা ও সমঝোতার রাজনীতি চর্চা করি, তাহলে দেশের সম্ভাবনার নতুন দ্বার উন্মোচিত হবে।”

তারেক রহমান বলেন, “স্লোগান নির্ভর রাজনীতির দিন ফুরিয়ে এসেছে। বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিশ্বাস করে।” তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, যেন তারা বিএনপির রাজনীতির মূল শক্তি হয় এবং জনগণের অধিকার ও উন্নয়নের জন্য ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে।

সর্বশেষ সংবাদ

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ