spot_img

বালুচ লিবারেশন আর্মিকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালুচ লিবারেশন আর্মিকে (বিএলএ) সন্ত্রাসী তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র। সোমবার (১১ আগস্ট) সিদ্ধান্তটির বিষয়ে জানায় মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

মার্কিন পররাষ্ট্র দফতরের বরাতে প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের বিচ্ছিন্নতাবাদী বালুচ লিবারেশন আর্মিকে একটি ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে, ২০১৯ সালে বিএলএ’র আরেক শাখা মাজিদ ব্রিগেডকেও সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে ওয়াশিংটন। সম্প্রতি পাকিস্তানে একটি যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক করে আবারও আলোচনায় আসে বালুচ লিবারেশন আর্মি।

উল্লেখ্য, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে বিএলএ সবচেয়ে শক্তিশালী। এই অঞ্চলটি খনিজ সম্পদে সমৃদ্ধ এবং গোয়াদর গভীর সমুদ্রবন্দর এবং অন্যান্য প্রকল্পে বেইজিংয়ের বিনিয়োগের আবাসস্থল। বৈষম্য আর শোষণের অভিযোগে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে এক দশকেরও বেশি সময় ধরে সশস্ত্র সংগ্রাম করে আসছে বিএলএ। এর আগে, ২০০৬ সালে পাকিস্তানে নিষিদ্ধ করা হয় সংগঠনটিকে।

সর্বশেষ সংবাদ

গাজার জন্য ২০ মিলিয়ন পাউন্ড দিতে যাচ্ছে যুক্তরাজ্য

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ সোমবার (১৩ অক্টোবর) মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে মিসর থেকে গাজার জনগণের জন্য ২০ মিলিয়ন...

এই বিভাগের অন্যান্য সংবাদ