spot_img

ইরান-ইরাকের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর

অবশ্যই পরুন

বাগদাদে ইরান ও ইরাকের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। খবর তাসনিম নিউজের

সোমবার (১১ আগস্ট) ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি ও ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি চুক্তিতে স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি উপস্থিত ছিলেন।

বাগদাদ সফরে লারিজানি ইরাকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরাজি, প্রধানমন্ত্রী সুদানি এবং প্রেসিডেন্ট আব্দুল লতিফ রশিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকগুলোতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, সন্ত্রাস দমন, সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয় বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র।

ইরান ও ইরাকের মধ্যে এই চুক্তিকে দুই দেশের কৌশলগত সম্পর্ক আরও মজবুত করার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনা ও সীমান্তবর্তী নিরাপত্তা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে এই চুক্তির গুরুত্ব বেড়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

সর্বশেষ সংবাদ

মায়ামিতে ম্যাচ খেলতে বার্সেলোনাকে অনুমতি দিল লা লিগা

স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) চলতি মৌসুমে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি লা লিগা ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে। বার্সেলোনা এবং ভিয়ারিয়ালের...

এই বিভাগের অন্যান্য সংবাদ