spot_img

হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‌‘যুক্তরাষ্ট্রে ১৯৩০-এর মতো মহামন্দা হতে পারে’

অবশ্যই পরুন

নিজের শুল্কনীতিকে ঘিরে এবার যুক্তরাষ্ট্রকেই বিপদের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিচারব্যবস্থার দিকেও ছুঁড়ে দিলেন হুঁশিয়ারি। ট্রাম্পের দাবি, যদি আদালত তাঁর বিপক্ষে রায় দেয়, তবে যুক্তরাষ্ট্র ১৯২৯ সালের মতো আরেকটি ভয়াবহ অর্থনৈতিক মন্দার মুখোমুখি হবে।

‘ট্রুথ সোশ্যাল’-এ এক দীর্ঘ পোস্টে ট্রাম্প বলেন, তাঁর শুল্কনীতি ইতিমধ্যেই দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি দাবি করেন, শেয়ারবাজারে রেকর্ড উত্থান ঘটেছে এবং প্রতিদিন নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে মার্কিন অর্থনীতি। এছাড়া তাঁর কথায়, শত শত কোটি ডলার বিনিয়োগ আসছে যুক্তরাষ্ট্রে।

এরপরই তিনি আদালতকে আক্রমণ করে বলেন, বিচারব্যবস্থা ‘চরম বামপন্থী’। ট্রাম্পের দাবি, যদি আদালত তাঁর নীতির বিরুদ্ধে রায় দেয় বা তাঁর ক্ষমতা খর্ব করে, তাহলে তা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর হবে।

এখানেই শেষ নয়, ট্রাম্প বলেন, এমন পরিস্থিতি তৈরি হলে দেশ আর ঘুরে দাঁড়াতে পারবে না। তাঁর সতর্কবার্তা, “১৯২৯ সালের ইতিহাস পুনরাবৃত্তি হবে, যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ মন্দা নেমে আসবে। দেশ তার সম্পদ, শক্তি ও ক্ষমতা হারাবে। আমি যে সাফল্য এনেছি, তা এক লহমায় শেষ হয়ে যাবে।”

উল্লেখ্য, গত মে মাসে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালত রায় দেয় যে, ট্রাম্প বিদেশি পণ্যের ওপর যেভাবে ব্যাপক হারে শুল্ক আরোপ করেছেন, তা তাঁর আইনগত ক্ষমতার সীমা লঙ্ঘন করেছে। এরপর ফেডারেল সার্কিট আপিল আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। শুনানিতে বিচারকদের একটি অংশ সন্দেহ প্রকাশ করেন যে, ট্রাম্পের এমন আগ্রাসী শুল্ক আরোপের সিদ্ধান্ত আদৌ আইনি কাঠামোর মধ্যে পড়ে কি না। যদিও চূড়ান্ত রায় এখনও ঘোষণা হয়নি, ধারণা করা হচ্ছে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াতে পারে।

এই প্রেক্ষাপটে ট্রাম্পের বক্তব্য, যদি আদালত তাঁর ‘জরুরি ক্ষমতা’ খর্ব করে, তা হবে বিচারব্যবস্থার এক ভয়াবহ ভুল সিদ্ধান্ত। তাঁর কথায়, “তারা যদি সত্যিই যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি, শক্তি ও ক্ষমতার বিরুদ্ধে রায় দিতে চায়, তবে সেটা মামলার শুরুতেই দিতে পারত।”

ট্রাম্পের এ ধরনের মন্তব্যে বিস্মিত হয়েছেন অনেক বিশ্লেষক। সাধারণত কোনো মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে দেশের অর্থনীতি নিয়ে এমন ভয় দেখানো এড়ান। বিশেষজ্ঞদের অনেকেই বরাবরই মনে করেন, ট্রাম্পের শুল্কনীতি দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ।

সর্বশেষ সংবাদ

আইপিএলে নিজের টিম না কেনার কারণ জানালেন সালমান

বলিউডের বহু তারকা যেমন শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিন্টা আইপিএল টিমের মালিকানায় রয়েছেন, কিন্তু সালমান খান সেই তালিকায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ