spot_img

রোনালদোর জোড়া গোলেও হারলো আল নাসর

অবশ্যই পরুন

প্রাকমৌসুম প্রস্তুতিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগের ম্যাচে নিজ দেশ পর্তুগালের ক্লাব রিও আভের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন। গত রাতে স্প্যানিশ ক্লাব আলমেরিয়ার বিপক্ষেও করলেন জোড়া গোল। তবে রোনালদোর দাপুটে পারফরম্যান্সও ম্যাচটা জিততে পারেনি আল নাসর।

রোববার (১০ আগস্ট) স্পেনের ইউডি আলমেরিয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক আলমেরিয়ার কাছে ৩-২ গোলে হেরে গেছে সৌদি ক্লাব আল নাসর। আলমেরিয়ার হয়ে জোড়া গোল করেন আদ্রি এমবারাবা, আর একটি গোল করেন সার্জিও আরিবাস। আল নাসরের হয়ে একাই দুই গোল করেন রোনালদো।

প্রথমার্ধে পিছিয়ে পড়েও ম্যাচে ফেরে আল নাসর। ষষ্ঠ মিনিটেই আরিবাসের গোলে এগিয়ে যায় আলমেরিয়া। তবে ১৭ মিনিটে সাদিও মানের পাস থেকে ডি-বক্সে দুর্দান্ত ফিনিশিংয়ে সমতায় ফেরান রোনালদো। এরপর ৩৯ মিনিটে নিজেই পেনাল্টি আদায় করে স্পটকিক থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন তিনি।

তবে রোনালদোর এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। প্রথমার্ধের শেষ দিকে, ৪৩ মিনিটে আবার সমতায় ফেরে আলমেরিয়া—এমবারাবার গোলে। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে জয়সূচক গোলটিও করেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

ম্যাচ পরিসংখ্যানেও এগিয়ে ছিল আলমেরিয়া। বলের দখলে পিছিয়ে থাকলেও (৪৬ শতাংশ), তারা নিয়েছে ১৭টি শট, যার মধ্যে ১১টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ৫৪ শতাংশ বল দখলে রেখেও আল নাসর নিতে পেরেছে মাত্র ৬টি শট, যার মাত্র দুটি ছিল অন-টার্গেট—আর সেই দুটিতেই এসেছে রোনালদোর গোল।

এই ম্যাচ দিয়েই প্রাক-মৌসুম প্রস্তুতি শেষ করল আল নাসর। আগামী ১৯ আগস্ট সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল ইত্তিহাদের বিপক্ষে মাঠে নামবে দলটি।

এদিকে, রোনালদো তিনটি প্রাক-মৌসুম ম্যাচে করেছেন ৬ গোল—তুলোসের বিপক্ষে একটি, রিও আভের বিপক্ষে হ্যাটট্রিক এবং আলমেরিয়ার বিপক্ষে জোড়া গোল। আসন্ন মৌসুমে তাঁর দিকেই তাকিয়ে থাকবে আল নাসর।

সর্বশেষ সংবাদ

হুমকি দিয়ে ট্রাম্প বললেন, ‌‘যুক্তরাষ্ট্রে ১৯৩০-এর মতো মহামন্দা হতে পারে’

নিজের শুল্কনীতিকে ঘিরে এবার যুক্তরাষ্ট্রকেই বিপদের ইঙ্গিত দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বিচারব্যবস্থার দিকেও ছুঁড়ে দিলেন হুঁশিয়ারি। ট্রাম্পের...

এই বিভাগের অন্যান্য সংবাদ