দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ড. ফারুক-ই আজমের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রোববার (১০ আগস্ট) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টার দফতরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, চীনা দূতাবাসের কর্মকর্তাসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দূতাবাস জানায়, এই সাক্ষাতে তারা দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ ও চীনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। উভয় পক্ষই এই খাতে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।
সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত দুর্যোগ ব্যবস্থাপনার বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, চীন বাংলাদেশের দুর্যোগ-ত্রাণ ও পুনর্গঠন প্রচেষ্টায় সহায়তা করতে প্রস্তুত।
উপদেষ্টা ফারুক ই আজম চীনের এই সহযোগিতার প্রস্তাবকে স্বাগত জানান এবং দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে চীনকে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
এছাড়াও, সাক্ষাতে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।