spot_img

ইসরায়েলের ২০ গুপ্তচরকে গ্রেপ্তার করল ইরান

অবশ্যই পরুন

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল এমন অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান।

শনিবার ( ৯ আগস্ট) দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কেউ কোনো ধরনের ক্ষমা পাবে না।

ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গিরি তেহরানে সাংবাদিকদের বলেন, যাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে, তাদের কঠোর বিচারের মুখোমুখি করা হবে এবং এই বিচার সকলের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

তিনি জানান, প্রাথমিকভাবে গ্রেপ্তার হওয়া ৪০ জনের মধ্যে তদন্ত শেষে ২০ জনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে, গত বুধবার ইরানে রুজবেহ ভাদী নামের এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তিনি এক সহকর্মী পরমাণু বিজ্ঞানীর তথ্য ইসরায়েলকে সরবরাহ করেছিলেন, যিনি গত জুনে ইসরায়েলের হামলায় নিহত হন।

গত জুন মাসে ইসরায়েল ইরানের অভ্যন্তরে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় ইসরায়েলি গুপ্তচরদের সহায়তায় ইরানের একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।

ইসরায়েলের সাথে যুদ্ধ শেষে ইরান তার অভ্যন্তরে গুপ্তচরবিরোধী অভিযান চালায়। এরই মধ্যে আটজন চিহ্ণিত গুপ্তচরকে মৃত্যদণ্ড দেওয়া হয়েছে। সম্পূর্ণ তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ, সৈন্যদের যুদ্ধে না জড়ানোর আহ্বান

সম্প্রতি গাজা দখলের ইসরায়েলি পরিকল্পনার প্রতিবাদে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ আগস্ট) তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ