ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার ভোরে (ভারতীয় সময়) জেরুসালেমে তাঁর দফতরে সে দেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জেপি সিংহের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি তাঁর ভারত সফরে আসার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে বলে প্রকাশিত খবরে দাবি।
ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ার থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতীয় পণ্যের উপর জরিমানা-সহ ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে তাঁর বৈঠক ঘিরে জল্পনা তৈরি হয়েছে। কারণ, ওয়াশিংটনের সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগীদের মধ্যে অন্যতম তেল আভিভ। নেতানিয়াহুর দফতরের এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‘প্রধানমন্ত্রী এবং ভারতীয় রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ, বিশেষ করে নিরাপত্তা এবং অর্থনৈতিক বিষয়গুলি নিয়ে আলোচনা করেছেন।’’
শুল্ক নিয়ে ভারত-মার্কিন সম্পর্কে টানাপড়েনের আবহে বৃহস্পতিবার ভারতীয় সাংবাদিকদের একটি দলের সঙ্গে আলাপচারিতা করেন নেতানিয়াহু। ৪৫ মিনিটের কথোপকথনে নানা বিষয় উঠে আসে।
ইজরায়েলি প্রধানমন্ত্রী জানান, ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদির বন্ধুত্ব ‘দুর্দান্ত’। ভারত এবং আমেরিকার সম্পর্কও ‘মজবুত’। সেই সঙ্গে জানান, ট্রাম্পকে কী ভাবে সামলাতে হয়, তা নিয়ে গোপনে মোদিকে কিছু পরামর্শ দিতে চান তিনি। আলোচনায় আসে গাজ়া এবং ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গও। নেতানিয়াহু জানান, ‘অপারেশন সিঁদুর’-এর আগে ভারতকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছিল ইজরায়েল। সেগুলির সবক’টিই ‘ভালো ভাবে’ কাজ করেছে।
সূত্র: আনন্দবাজার