রেকর্ড পরিমাণ অর্থ মিলছে ইউএস ওপেনে। ২৪ আগস্ট শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে উভয় এককের (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নকে প্রাইজমানি হিসেবে দেয়া হবে ৫০ লাখ ইউএস ডলার, বাংলাদেশি টাকায় যা ৬০ কোটি টাকারও বেশি।
ইউএস ওপেন কর্তৃপক্ষের মতে, এর আগে টেনিস ইতিহাসেই আর কোনো গ্র্যান্ডস্লামে এত অর্থ প্রাইজমানি হিসেবে দেয়া হয়নি। এবারের ইউএস ওপেনে মোট প্রাইজমানি ধরা হয়েছে ৯ কোটি মার্কিন ডলার বা ৬ কোটি ৭৪ লাখ পাউন্ড। এটি গত বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।
শুধু তাই নয়, সকল অংশগ্রহণকারীরও প্রাইজমানি বেড়েছে। ইউএস ওপেনের প্রথম রাউন্ড থেকে বাদ পড়লেও খেলোয়াড়রা পাবেন ১ লাখ দশ হাজার ডলার, দ্বিতীয় রাউন্ডে গেলে মিলবে দেড় লাখ ডলারেরও বেশি। তৃতীয় রাউন্ডে ২.৩৭ লাখ, চতুর্থে রাউন্ডে উঠলেই পকেটে ঢুকবে ৪ লাখ ইউএস ডলার।
কোয়ার্টার ফাইনালিস্টরা পাবেন ৬ লাখ ৬০ হাজার ইউএস ডলার, সেমিফাইনালিস্ট দুজন পাবেন ১২ লাখ ৬০ হাজার করে। আর রানার আপ পাবেন ৫০ লাখ ডলার।
২৪ আগস্ট শুরু হয়ে এবারের ইউএস ওপেনের পর্দা নামবে ৭ সেপ্টেম্বর।