spot_img

গাজা দখলের পরিকল্পনায় অনুমোদন দিলো ইসরায়েলি মন্ত্রিসভা

অবশ্যই পরুন

ফিলিস্তিনের গাজা শহর পুরোপুরি দখলে নিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা।

শুক্রবার (৮ আগস্ট) ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় নিশ্চিত করেছে যে নিরাপত্তা মন্ত্রিসভা গাজা উপত্যকা দখলের জন্য দেশটির জাতীয় প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) পরিকল্পনা অনুমোদন দিয়েছে।

গত বৃহস্পতিবার ফক্স নিউজে দেয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, দীর্ঘমেয়াদে নয়, বরং সন্ত্রাসবিরোধী অভিযান শেষে অঞ্চলটি একটি বেসামরিক প্রশাসনের হাতে তুলে দেয়া হবে। আমরা গাজা থেকে হামাসকে উৎখাত করতে চাই। তবে আমরা গাজা নিজেদের কাছে রাখতে চাই না। আমরা সেখানে একটি নিরাপত্তা বেষ্টনী চাই, কিন্তু শাসন করতে চাই না।

তিনি বলেন, আমরা খুব শীঘ্রই যুদ্ধ শেষ করতে চাই। এটি দ্রুত শেষ হবে। যদি হামাস তাদের অস্ত্র সমর্পণ করে এবং জিম্মিদের মুক্ত করে, তাহলে আগামীকালই এটি শেষ হয়ে যেতে পারে।

এমনকি গাজার ফিলিস্তিনিরাও হামাসের সাথে লড়াই করছে বলে মনে করেন নেতানিয়াহু। যুক্তি দেন, হামাস পরাজিত না হওয়া পর্যন্ত হামাসের বিকল্প আর কেউ গাজায় টিকে থাকতে পারবে না।

গত সপ্তাহেই ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানায়, গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে এবং শিগগিরই নেতানিয়াহু তা ঘোষণা করবেন।

এদিকে, সরকারের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, নেতানিয়াহুর ‘হামাসকে পরাজিত করার প্রস্তাব’ নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। এছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে বেসামরিক জনগণকে ইসরাইল মানবিক সহায়তা দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।

এতে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধ বন্ধ করার বিনিময়ে ইসরাইল যে পাঁচটি নীতি দাবি করবে তার একটি তালিকাও মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য সমর্থন করেছেন। সেগুলো হলো হামাসকে নিরস্ত্রীকরণ করা, হামাসের হাতে জিম্মি বাকি ৫০ জনকে ফিরিয়ে আনা, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে। গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজা উপত্যকায় ইসরাইলি নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ নয় এমন একটি বিকল্প বেসামরিক সরকারের হাতে গাজার শাসন তুলে দেয়া।

তবে নেতানিয়াহুর এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। তিনি বলেন, নেতানিয়াহুর এ প্রস্তাব যুদ্ধের প্রেক্ষাপট গতিময় করে তোলার সঙ্গে আরও জিম্মির মৃত্যুর কারণ হবে। এটি সেই সঙ্গে অঢেল অর্থের অপচয় বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, দখলকৃত অঞ্চলের বাইরে বেসামরিকদের মাঝে মানবিক ত্রাণ সহায়তা দেবে ইসরায়েলি বাহিনী— এমন সিদ্ধান্তই নেয়া হয়েছে বৈঠকে। অপরদিকে, গাজায় শিশু অপুষ্টির নতুন রেকর্ডের কথা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানিয়েছে, গত এক মাসেই অনাহারে মারা গেছে অন্তত ২৯ শিশু; যাদের বয়স ৫ বছরের নিচে।

সর্বশেষ সংবাদ

টেনিস ইতিহাসে রেকর্ড প্রাইজমানি ঘোষণা!

রেকর্ড পরিমাণ অর্থ মিলছে ইউএস ওপেনে। ২৪ আগস্ট শুরু হতে যাওয়া এ টুর্নামেন্টে উভয় এককের (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ