মার্কিন এম-১ অ্যাব্রামস ট্যাংকের সংবেদনশীল তথ্য রাশিয়ার কাছে পাচার চেষ্টার অভিযোগে এক সেনার বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্র।
বুধবার (৬ আগস্ট) মার্কিন বিচার বিভাগ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
অভিযুক্ত সেনা সদস্য ২২ বছর বয়সী টেইলর এডাম লি। তিনি টেক্সাসের ফোর্ট ব্লিস আর্মি পোস্টে কর্মরত ছিলেন।
অভিযোগপত্রে বলা হয়, রুশ সরকারের কাছে জাতীয় প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের চেষ্টা করেছে সন্দেহভাজন ঐ ব্যক্তি। যার মধ্যে ট্যাংকটির অপারেশন সংক্রান্ত যাবতীয় তথ্য অন্তর্ভুক্ত ছিল। রাশিয়ান নাগরিকত্ব লাভের আশায় অভিযুক্ত ব্যক্তি এই সহায়তার প্রস্তাব দিয়েছিলেন বলে জানানো হয় অভিযোগপত্রটিতে।
উল্লেখ্য, আধুনিক যুদ্ধক্ষেত্রের সবচেয়ে শক্তিশালী ও উন্নত প্রযুক্তিনির্ভর ট্যাংকগুলোর একটি ধরা হয়ে থাকে এম-১ অ্যাব্রামস ট্যাংককে, যা মার্কিন সেনাবাহিনী ব্যবহার করে থাকে। এটি তার উন্নত বর্ম, শক্তিশালী কামান এবং দ্রুত গতির জন্য সারা বিশ্বে সুপরিচিত।