spot_img

জুলাইয়ের মাসসেরার দৌড়ে শুভমান গিল

অবশ্যই পরুন

জুলাই মাসের সেরার দৌড়ে নাম লিখিয়েছেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। সেরার লড়াইয়ে তার দুই প্রতিদ্বন্দী ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ও দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে দ্যুতি ছড়ানো গিলের সামনে এবার এই মাইলফলকের হাতছানি। দুর্দান্ত পারফর্ম করে সিরিজ সেরার পুরস্কারও জিতেছেন এই ওপেনার। এরপরেই জায়গা পেয়েছেন আইসিসি প্লেয়ার অব মান্থের সংক্ষিপ্ত তালিকায়।

একই সিরিজে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়ে সেরার দৌড়ে আছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকসও। গত মাসের তিন টেস্টে ২৫১ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ১২টি।

অন্যদিকে জিম্বাবুয়ে সফরের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে অসাধারণ পারফরম্যান্সের কারণে সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন টমাস মুল্ডার।

সর্বশেষ সংবাদ

ক্যারিবীয় সাগরে ‘সাবমেরিন’ হামলা যুক্তরাষ্ট্রের

দক্ষিণ ক্যারিবিয়ান সাগরে মার্কিন হামলায় ধ্বংস হওয়া সাবমেরিনের বেঁচে যাওয়া দুজনকে নিজ দেশে ফেরত পাঠানোর খবর নিশ্চিত করেছেন ডোনাল্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ