পবিত্র মসজিদুল হারামের নারী সার্কেল ও তিলাওয়াত কেন্দ্রের তত্ত্বাবধানে শুক্রবার সমাপ্ত হয়েছে গ্রীষ্মকালীন প্রধান কোরআন শিক্ষা কোর্স। এ কোর্সে অংশ নেন ১,৬০০ জনেরও বেশি নারী শিক্ষার্থী। কোর্স শেষে ৫৫ বার কোরআন খতম এবং ১৪০ জন শিক্ষার্থীর সম্পূর্ণ হিফজ সম্পন্ন হয়। এই সময়ে কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে অসাধারণ আগ্রহ ও আন্তরিক অংশগ্রহণ লক্ষ্য করা যায়, যা নারীদের ধর্মীয় জ্ঞানে অগ্রগতি ও কোরআনের প্রতি ভালোবাসার প্রমাণ বহন করে।
১৪৪৬ হিজরির জিলহজ মাসের ২৫ তারিখে শুরু হয় মসজিদুল হারামে গ্রীষ্মকালীন কোরআন সমৃদ্ধকরণ এই কোর্সটি। যা ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে। মহিলাদের জন্য আয়োজিত এই বরকতময় কোর্সের মূল লক্ষ্য ছিল অংশগ্রহনকারীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা, দিকনির্দেশনা প্রদান এবং একটি ভারসাম্যপূর্ণ আধ্যাত্মিক পরিবেশে ইবাদতের সুযোগ সৃষ্টি করা।
মোট ১,৬০২ জন নারী শিক্ষার্থী এই কোর্সে অংশগ্রহণ করেন। তাদের তিনটি আলাদা শিক্ষামূলক ট্রাকে ৬২টি কুরআনিক সার্কেলের মধ্যে বিভক্ত করা হয়। কোর্স শেষে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যগুলোর মধ্যে আছে ৫৫ জন ছাত্রী কোরআনের বিভিন্ন বর্ণনার মাধ্যমে সম্পূর্ণ হিফজ সম্পন্ন করেছেন। ১৪০ জন ছাত্রী সম্পূর্ণ কোরআন দুইবার করে তিলাওয়াত করেছেন।
পবিত্র দুই মসজিদের যেৌথ উদ্যোগে আয়োজিত কোরআন শিক্ষা এই কর্মসূচি বিশ্বজুড়ে ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পাশাপাশি এই উদ্যোগ কোরআন শিক্ষার প্রসার এবং নারীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।