spot_img

মালায়ালাম থেকে তামিল-তেলেগু ছবিতে মালবিকার জয়যাত্রা

অবশ্যই পরুন

পদে পদে নিজেকে প্রমাণ করেছেন মালবিকা মোহনান। নায়িকা হয়ে নয়, অভিনেত্রী হয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়ার যাত্রা শুরু করেছিলেন মালায়ালাম ছবি পাট্টাম পোল-এ, যেখানে তার বিপরীতে ছিলেন দুলকার সালমান। সেই ২০১৩ সালের পর কেটেছে অনেক সময়। আর এখন, এক দশক পেরিয়ে মালবিকা মোহনান হয়ে উঠেছেন একজন সত্যিকারের ‘প্যান-ইন্ডিয়ান’ তারকা।

২০১৭ সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নির্মাতা মাজিদ মাজিদির বিয়ন্ড দ্য ক্লাউডস ছবিতে অভিনয় করে জাতীয় পর্যায়ে আলোচনায় আসেন মালবিকা। সে ছবিতে তার আবেগপ্রবণ অভিনয় প্রশংসা কুড়ায় সমালোচক মহলেও।

এরপর আর পেছনে তাকাতে হয়নি। দ্য গ্রেট ফাদার (মালায়ালাম), পেট্টা (তামিল), মাস্টার (তামিল) এবং সদ্য মুক্তিপ্রাপ্ত থাঙ্গালান-এর মতো ছবিতে অভিনয় করে প্রমাণ করেছেন, তিনি কেবল তারকাখচিত ছবির অংশ নন, বরং তার দক্ষতায় ছবিকে এগিয়ে নেওয়ার ক্ষমতাও রাখেন।

চলচ্চিত্রের ভিন্ন ভিন্ন ভাষা ও ঘরানায় সাবলীলভাবে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। কখনও বাণিজ্যিক ছবির গ্ল্যামারাস রূপে, কখনও আবার চ্যালেঞ্জিং চরিত্রে তিনি যেন নিজেকেই ছাপিয়ে যাচ্ছেন।

এখন তার সামনে একাধিক বড় বাজেটের ছবি। মালায়ালাম ভাষায় হৃদয়পূর্ণম, তেলেগুতে প্রভাসের বিপরীতে দ্য রাজা সাব, তামিলে সর্দার ২-এই তিনটি ছবি যেন তার প্যান-ইন্ডিয়ান ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে উঠতে যাচ্ছে।

একসময় যারা তাকে শুধুই সুন্দরী নায়িকা ভাবতেন, আজ তারাই বলছেন, মালবিকা মোহনান ভারতীয় সিনেমার একটি শক্তিশালী, বহুমাত্রিক কণ্ঠ।

সর্বশেষ সংবাদ

শিগগিরই কার্যকর হচ্ছে ফ্রান্স-ব্রিটেনের নতুন অভিবাসন চুক্তি

চলতি বছরের জুলাইয়ের শুরুতে ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে হওয়া নতুন দ্বিপাক্ষিক চুক্তি শিগগিরই কার্যকর হবে বলে জানিয়েছে ব্রিটিশ সরকার।...

এই বিভাগের অন্যান্য সংবাদ