spot_img

এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে সৌম্য-শান্ত-সোহান

অবশ্যই পরুন

আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ। এই আসরের আগে নিজেদের প্রস্তুত করতে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ডাচদের বিপক্ষে সিরিজ খেললেও লিটন দাসদের দৃষ্টি আসলে আবুধাবির দিকে।

সোমবার (৪ আগস্ট) এশিয়া কাপ মাথায় রেখে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে সবশেষ পাকিস্তান সিরিজের সব ক্রিকেটারকে রাখা হয়েছে। এছাড়া প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, গতিতারকা নাহিদ রানা ও সৌম্য সরকার।

এদিকে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৭ তারিখ অস্ট্রেলিয়া যাবে বাংলাদেশ ‘এ’ দল। ওই দলের অধিনায়ক নুরুল হাসান সোহান ছাড়াও নাঈম শেখ, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অংকন এবং হাসান মাহমুদ রয়েছেন এশিয়া কাপের এ ২৫ জনের প্রাথমিক স্কোয়াডে।

বিসিবি জানিয়েছে, আগামী বুধবার মিরপুরে ফিটনেস ক্যাম্পের জন্য রিপোর্টিং করবেন ক্রিকেটাররা। মিরপুরেই শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্কিল ক্যাম্প শুরু হবে ১৫ আগস্ট থেকে। সেখান থেকে ২০ আগস্ট সিলেট যাবে দল। এই প্রাথমিক স্কোয়াড থেকেই গড়া হবে ডাচদের বিপক্ষে সিরিজের দল।

এদিকে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের কথা নিশ্চিত করলেও এখনও সূচি ঘোষণা করেনি বিসিবি। তবে বাংলাদেশ দল ২০ আগস্ট সিলেট যাওয়ায় একপ্রকার নিশ্চিত হয়ে গেল যে ২০ আগস্টের পরেই সিলেট অনুষ্ঠিত হবে ডাচদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি।

বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, শামিম হোসেন পাটওয়ারী, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মাহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অংকন।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, যা বললেন অপু

একদিকে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। গতকাল রোববার (৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ