spot_img

হুমকি উপেক্ষা করায় ভারতের বিরুদ্ধে নতুন অভিযোগ যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

ইউক্রেন যুদ্ধে ভারতের বিরুদ্ধে রাশিয়াকে অর্থ সহযোগিতার অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ সহযোগী। রোববার (৩ আগস্ট) তিনি এমন অভিযোগ করেন। খবর রয়টার্স

তিনি বলেন, মস্কো থেকে ভারত জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার মাধ্যমে অর্থ সহযোগিতা করছে। যদিও রাশিয়া থেকে তেল ক্রয় বন্ধের জন্য ভারতকে হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের শীর্ষ সহযোগী ও হোয়াইট হাউসের উপপ্রধান স্টিফেন মিলার বলেন, ট্রাম্প স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন- রাশিয়া থেকে তেল ক্রয়ের মাধ্যমে ভারতের অর্থসহযোগিতার বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ইন্দো-প্যাসিফিকে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ভারতকে নিয়ে মিলারের তীব্র আক্রমণ ছিল ট্রাম্প প্রশাসনের মধ্যে সবচেয়ে কঠোর।

রোববার সকালে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মিলার বলেন, ‘মানুষ এটা জেনে অবাক হবেন যে, রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারত মূলত চীনের সমান পর্যায়ে রয়েছে। এটা এক বিস্ময়কর তথ্য।’

ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। ভারত সরকারের সূত্রগুলো শনিবার রয়টার্সকে জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রের হুমকি সত্ত্বেও নয়াদিল্লি মস্কো থেকে তেল কেনা অব্যাহত রাখবে।

এদিকে রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ২৫ শতাংশ শুল্ক শুক্রবার থেকে কার্যকর হয়েছে।

যদিও এর আগে ট্রাম্প বলেছিলেন, যদি মস্কো ইউক্রেনের সঙ্গে একটি বড় শান্তিচুক্তিতে না পৌঁছে, তবে রাশিয়া থেকে তেল ক্রয় করা দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রে শাকিব-বুবলীর রোমান্স, যা বললেন অপু

একদিকে যুক্তরাষ্ট্রে সময় কাটাচ্ছেন শাকিব-বীর-বুবলী। অন্যদিকে, ঢাকায় ব্যস্ত সময় পার করছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস। গতকাল রোববার (৩...

এই বিভাগের অন্যান্য সংবাদ