spot_img

ম্যানইউতে কোচ হিসেবে নিজের লক্ষ্যের কথা জানালেন আমোরিম

অবশ্যই পরুন

২০২৪ সালে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং ছেড়ে প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রুবেন আমোরিম। ইউনাইটেডকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার জন্য স্পোর্টিংকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিয়েই আনা হয়েছিল পর্তুগিজ এই কোচকে। তবে তার প্রথম মৌসুমে ইউনাইটেডের ভাগ্য বদলাতে পারেননি তিনি।

গত নভেম্বরে এরিক টেন হ্যাগকে বরখাস্ত করার পর আমোরিমকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ইউনাইটেড। কিন্তু স্পোর্টিংয়ে দারুণ সাফল্য পাওয়া এই কোচের নেতৃত্বে প্রিমিয়ার লিগে ২৭ ম্যাচের মধ্যে মাত্র ৭টি জিততে পারে রেড ডেভিলসরা। এর ফলে, গেল মৌসুমে ইউনাইটেড লিগে ১৫তম হয়ে শেষ করেছে যা প্রিমিয়ার লিগ যুগে তাদের সবচেয়ে বাজে অবস্থান।

ম্যানচেস্টার ইউনাইটেডে কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর স্যার অ্যালেক্স ফার্গুসনের ২৬ বছরের সফল পথচলা শেষ হওয়ার পর থেকে কোনো কোচই তিন বছরের বেশি ইউনাইটেডে থাকেননি। তবে,রুবেন আমোরিম জানিয়ে দিলেন যে তিনি দীর্ঘ সময়ের জন্য ইউনাইটেডে থাকতে চান।

স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে আমোরিম বলেন,‘আমি থাকতে চাই, ২০ বছর থাকতে চাই। এটাই আমার লক্ষ্য এবং সত্যিই আমি বিশ্বাস করি যে এটা সম্ভব। কিছু না কিছু হবেই। সবসময়ই হয়। কিছু সময়ে আমি ভাগ্যবান হবো। আমার ক্যারিয়ারে অনেক সময় ভাগ্য আমার পাশে ছিল এবং আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে আমাদের আরও ভালো ফলাফল আসবে। তবে আমরা জানি যে, ফলাফলই একমাত্র নির্ধারণ করবে আমাদের পথ।’

ইউনাইটেড সবশেষ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের হাত ধরেই। চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ২০০৮ সালে যখন তারা চেলসিকে হারিয়ে ফাইনাল জিতেছিল। তবে আমোরিম নিশ্চিত যে, ওল্ড ট্র্যাফোর্ডে আবারও এই দুটি ট্রফি আসবে। তিনি বলেন,‘আমার মনে কোনো সংশয় নেই। কারণ, এমন কিছু জিনিস আছে যা আপনি কিনতে পারবেন না এবং এই ক্লাবের তা আছে—উজ্জ্বল ইতিহাস, ভক্তরা এবং আমাদের অর্থ। আমাদের অর্থ আছে। চ্যাম্পিয়নস লিগ ছাড়াও আমাদের অর্থ আছে। তাই আমরা পারব। ভবিষ্যতে আমাদের আরও অর্থ থাকবে এবং আমরা সবকিছুই করছি।’

সর্বশেষ সংবাদ

এশিয়া কাপের ফাইনালে ভারত, কাল বাংলাদেশ-পাকিস্তান অলিখিত সেমিফাইনাল

বাংলাদেশ মাত্র ১৬৯ রানের লক্ষ্য পেয়েছিল। তাতেও লক্ষ্যের ধারেকাছে যেতে পারল না টাইগাররা। হারতে হয়েছে ৪১ রানে। ফাইনালে চলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ