জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষের সিটের ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার কোনও প্রয়োজন নেই। শনিবার (২ আগস্ট) তিনি একথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, সংবিধান সংস্কার কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন থেকে আমরা প্রস্তাব করেছি, শুধু উচ্চকক্ষে পিআর হতে পারে। আমাদের যাত্রাটা এর মাধ্যমে শুরু হতে পারে। পরে আরও পরিবর্তন পরিবর্ধন করে উন্নত করা যাবে।
তিনি বলেন, একই ব্যক্তি যেন সরকার প্রধান এবং দলীয় প্রধান না হয়, এ বিষয়ে ঐকমত্য হয়েছে, যদিও নোট অব ডিসেন্ট আছে। যেসব বিষয়ে মতপার্থক্য আছে দলগুলো নির্বাচনের সময় জনগণকে বলবে, তারা ম্যান্ডেট পেলে এটা পরিবর্তন করতে পারবে। একমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করা দলগুলোর নৈতিক দায়িত্ব থাকবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা ট্যাঙ্কে চড়ে আসেনি, সে নির্বাচন করেই এসেছে। কিন্তু ওই ব্যবস্থা ছিল দানবীয় ব্যবস্থা। সেই ব্যবস্থা পরিবর্তন না করলে স্বৈরাচারের আবার পুনরুত্থান হতে পারে।