spot_img

যারা ব্যবসার নামে প্রতারণা করেছে তাদের কারখানা বন্ধ হয়েছে: সাখাওয়াত হোসেন

অবশ্যই পরুন

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, যেসব কারখানা মালিকরা সঠিক প্রক্রিয়া ব্যবসা করছে তাদের কারখানা বন্ধ হয়নি। যারা ব্যবসার নামে প্রতারণা করেছে তাদের কারখানা বন্ধ হয়েছে।

আজ শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক ও প্রশিক্ষণ ইনিস্টিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, শ্রমিকের বেতন পরিশোধের জন্য আমরা বেতন বাকি রাখা মালিকের বাড়ি ও সম্পদ নিয়ে বাজেয়াপ্ত করে বকেয়া বেতন পরিশোধ করেছি। এ পর্যন্ত বেশ কয়েকজনের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোনো ট্রেড ইউনিয়ন নির্বাচন হয়নি। শুধু একজনের জায়গায় আরেকজন বসেছে। ট্রেড ইউনিয়ন নির্বাচনের পরে শ্রমিক অসুবিধা দূর করতে নির্বাচিতদের সঙ্গে আলোচনা করা হবে।

সর্বশেষ সংবাদ

৪০৮ রানে ভারতকে হারিয়ে ইতিহাস গড়লো দক্ষিণ আফ্রিকার

কেশব মহারাজের বল সপাটে বাউন্ডারি ছাড়া করতে চাইলেন মোহাম্মদ সিরাজ। ক্রিজে তখন ভারতের শেষ জুটি। কোনো ধরনের প্রতিরোধ না...

এই বিভাগের অন্যান্য সংবাদ