প্রচণ্ড দাবদাহের পর টানা বৃষ্টিতে সারা দেশে এখন বিরাজ করছে ঠান্ডা আমেজ। এই পরিবর্তিত আবহাওয়ায় অনেকেই জ্বর, কাশি বা ঠান্ডাজনিত সমস্যায় ভুগছেন। টানা বৃষ্টিতে অনিচ্ছাকৃতভাবে বৃষ্টিতে অনেকেরই ভিজতে হচ্ছে। এরপরই শরীরে দেখা দিচ্ছে জ্বর, কাশি ও ঠান্ডাজনিত নানা সমস্যা।
এসব সমস্যায় নিতে পারেন একটি উদ্ভিদের সাহায্য। ভেষজ এই উদ্ভিদটির নাম বাসক। ভারতীয় উপমহাদেশে সর্বত্র পাওয়া যায় এই উদ্ভিদটি। নানা ঔষধি গুণে গুণান্বিত এই উদ্ভিদের পাতার কথা বলে বা লিখে শেষ করা যাবে না।
হঠাৎ লেগে যাওয়া সর্দি-কাশি দূর করতে এই পাতার রস অনেক উপকারী। এ ছাড়া শ্বাসকষ্ট, জ্বর কমানো, খিঁচুনি, জন্ডিস, দাঁতের সমস্যা, ঘামের গন্ধ দূর, রক্ত পরিষ্কার করতে আয়ুর্বেদ চিকিৎসায় এই পাতার রস ব্যবহার করা হয়ে থাকে।
বাসক পাতা ত্বকের যত্ন নিতেও দারুণ উপকারী। চর্মরোগের চিকিৎসায়ও ম্যাজিকের মতো কাজ করে বাসক পাতার রস। তবে নিয়মিত ২ থেকে ৩টি পাতার বেশি দিয়ে তৈরি রস একদমই খাবেন না। এতে বমির সমস্যা কিংবা পেটের গোলযোগ দেখা দিতে পারে।