দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি বিভিন্ন ধরনের বিতর্কে জড়িয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগগুলো করেছেন রম্য মোহন নামে এক নারী। বিজয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি জানিয়েছিলেন, বছরের পর বছর এক অজ্ঞাতপরিচয় নারীকে ব্যবহার করেছেন এ অভিনেতা। সেই নারীর শেষমেশ পুননির্বাসন কেন্দ্রে ঠাঁই হয়েছে।
প্রথমে এ প্রসঙ্গে কোনো মন্তব্য না করলেও অবশেষে মুখ খুললেন বিজয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমায় যারা চেনেন তারা এ অভিযোগ শুনে হাসবেন। আমি নিজেকে চিনি। আর এ ধরনের নোংরা অভিযোগ আমায় একটুও বিচলিত করে না।’
যদিও এই অভিযোগ প্রকাশ্যে আসার পর বিজয়ের পরিবার এবং তার বন্ধু বান্ধবের মন একেবারেই ভালো নেই। বিজয় বলেন, ‘টুইট পড়ে খারাপ লেগেছে আমার পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের। সবাইকে বুঝিয়েছি এই ধরনের ভুল কথায় যেন গুরুত্ব না দেওয়া হয়। যিনি এমন মন্তব্য করেছেন, কিছুক্ষণের জন্য হলেও সবার কাছে গুরুত্ব পেয়েছেন তিনি। তাকে এই খ্যাতি উপভোগ করতে দেওয়া হোক।’
রম্য টুইটে লিখেছিলেন, ‘দক্ষিণে মাদকসেবন এবং কাস্টিং কাউচ খুব একটা বড় ব্যাপার নয়। একটি মেয়েকে আমি চিনি। তার এমন পরিণতি হয়েছে যা চোখে দেখা যায় না। যৌন হেনস্থা থেকে অর্থ তছরুপ— সব ধরনের নেতিবাচক কাজের সঙ্গে যুক্ত অভিনেতা।’ যদিও সেই টুইট পরে মুছে দেন তিনি। কারণ তার মনে হয়েছিল, যে মেয়েটির ঘটনা বর্ণনা করেছেন তার কোনো সমস্যা হতে পারে। সেই মেয়েটির নিরাপত্তার কথা ভেবে নিজের টুইট মুছে দেন রম্য।