spot_img

উদ্যোক্তা হিসেবেও সফল কৃতি স্যানন, গড়েছেন ১০০ কোটির সাম্রাজ্য

অবশ্যই পরুন

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি স্যানন। অল্প সময়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন পর্দায়। জায়গা করে নিয়েছেন বলিউডের শীর্ষস্থানীয় অভিনেত্রীদের মধ্যে। তবে অভিনয়ের মঞ্চ পেরিয়ে তিনি এখন একাধারে অভিনেত্রী, উদ্যোক্তা আর প্রযোজকও।

১০০ কোটির বেশি মূল্যের ব্যবসা সাম্রাজ্যের অধিকারী এই অভিনেত্রী। তার স্কিনকেয়ার ব্র্যান্ডটি মাত্র দুই বছরে আয় করেছে ৪০০ কোটি টাকা। এই বছর কৃতি স্যাননের জন্য এটি দ্বৈত উদযাপন। অভিনেত্রী সম্প্রতি ৩৫ বছরে পা দিয়েছেন এবং তার বিউটি ব্র্যান্ড দুই বছরে পরিণত হয়েছে।

এর সঙ্গে, ব্র্যান্ডটি বাজারে ঠিক কতটা ভালো পারফরম করছে তাও প্রকাশ্যে এসেছে। তার প্রতিষ্ঠানের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তরুণ শর্মা জানিয়েছেন, দুই বছরে ৪০০ কোটি টাকা আয় করেছে এই ব্র্যান্ড।

ত্বকের যত্নের পাশাপাশি নিজের ফিটনেস অভিজ্ঞতাকেও ব্যবসায় রূপ দিয়েছেন কৃতি। তিনি ২০২২ সালে চালু করেন ‘দ্য ট্রাইব’। মুম্বাইয়ের জুহুতে প্রথম শাখা খোলার পর ২০২৪ সালে বান্দ্রাতেও নতুন স্টুডিও চালু করেন তিনি। সেখান থেকেও আসে মোটা অঙ্কের আয়।

সর্বশেষ সংবাদ

১২ বছর বয়সে পদক জিতে চীনা সাঁতারুর রেকর্ড

মাত্র ১২ বছর বয়সে যু জিদি পুলে নেমে গড়েছে বিশ্বসাঁতারের নতুন রেকর্ড। অথচ এই বয়সী অনেকেই থাকে পড়াশোনায় মগ্ন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ