spot_img

এশিয়ান কাপে চীনের গ্রুপে ঋতুপর্ণারা, কঠিন হয়ে গেল পথচলা

অবশ্যই পরুন

২০২৬ এএফসি নারী এশিয়ান কাপে বাংলাদেশের গ্রুপে পড়েছে রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীন ও তিনবারের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। আরেক প্রতিপক্ষ উজবেকিস্তান।

আজ মঙ্গলবার (২৯ জুলাই) সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয়েছে ড্র। যেখানে অংশগ্রহণকারী সব দেশের অধিনায়ক ও কোচকে আমন্ত্রণ জানিয়েছিল এএফসি। কিন্তু ড্র অনুষ্ঠানে বাংলাদেশের কেউ ছিলেন না।

ড্রতে ‘বি’ গ্রুপের পথচলায় কঠিন প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টুর্নামেন্টে লাল-সবুজের প্রতিনিধিদের সবচেয়ে কাছের প্রতিপক্ষ উজবেকিস্তান। ফিফা র‍্যাঙ্কিংয়ে তারা অবস্থান করছে ৫১তম স্থানে। র‍্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া নবম এবং এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন চীন ১৭তম।

নারী এশিয়ান কাপের এবারের আসরে খেলা ১২ দলের মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে থাকা দল বাংলাদেশ, তারা আছে ১২৮তম স্থানে।

৩ মার্চ বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী চীন। ৬ মার্চ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে উত্তর কোরিয়ার বিপক্ষে। ৯ মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে পিটার বাটলারের দল।

২০২৬ সালের ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ার পাঁচ ভেন্যুতে হবে এশিয়ান কাপের ২১তম আসর। কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলের সামনে সুযোগ থাকবে ২০২৭ ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকে খেলার।

১২টি দল তিনটি গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট খেলবে। তিন গ্রুপের সেরা দুই দল সরাসরি যাবে কোয়ার্টার ফাইনালে। তাদের সঙ্গে গ্রুপ পর্বে তৃতীয় হওয়া তিন দলের সেরা দুই দলও পাবে শেষ আটে খেলার সুযোগ।

‘এ’ গ্রুপ: অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ফিলিপাইন

‘বি’ গ্রুপ: উত্তর কোরিয়া, চীন, বাংলাদেশ, উজবেকিস্তান

‘সি’ গ্রুপ: জাপান, ভিয়েতনাম, ভারত, চাইনিজ তাইপে (তাইওয়ান)

সর্বশেষ সংবাদ

একই মঞ্চে বসলেন সিরিয়ার প্রেসিডেন্ট ও তাকে গ্রেপ্তারকারী মার্কিন জেনারেল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত একটি বৈশ্বিক ফোরামে চমকপ্রদ এক দৃশ্যের জন্ম হয়েছে। সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ও অবসরপ্রাপ্ত মার্কিন...

এই বিভাগের অন্যান্য সংবাদ