spot_img

নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ সদস্যসহ নিহত ৫

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বন্দুকধারীর হামলায় প্রাণ গেছে বাংলাদেশি বংশোদ্ভুত পুলিশ কর্মকর্তাসহ ৫ জনের। নিহত দিদারুল ইসলামের বাড়ি সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়।

নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্বরত ছিলেন তিনি। স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন তিনি। সোমবার (২৯ জুলাই) পরপর দু’টি ম্যাস শ্যুটিংয়ের ঘটনা হয়েছে যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যে।

নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি বহুতল ভবনে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এলোপাতাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ৪ জনের। পরে আত্মহত্যা করে হামলাকারী।

নেভাদার রেনো শহরে একটি ক্যাসিনোয় হামলা চালায় অপর এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হয় ৫ জন। এদের মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও দু’জনের।

এ ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজনকে। পুলিশের গুলিতে তার অবস্থাও সংকটাপন্ন। দু’টি ঘটনাতেই হামলাকারীদের উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

বাঁচা মরার ম্যাচে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

সুপার ফোরের শেষ ম্যাচে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এই ম্যাচে জয় পেলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই ফাইনালে ভারতের প্রতিপক্ষ হবে বাংলাদেশ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ