spot_img

‘আমরা আর চুপ থাকতে পারি না’

অবশ্যই পরুন

গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অবরোধ ও সহিংসতার কারণে শিশুদের ক্ষুধা ও অপুষ্টিতে মৃত্যু নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ফর্মুলা ওয়ানের সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিলটন।

শনিবার বেলজিয়াম গ্রাঁ প্রি রেসের আগ মুহূর্তে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দেন হ্যামিলটন। তিনি ইউনিসেফের একটি পোস্ট শেয়ার করেন, যেখানে লেখা ছিল, ‘জুলাই মাসের প্রথম সপ্তাহে গাজায় তীব্র বোমা হামলায় ১০০ জনের বেশি শিশু নিহত হয়েছে বলে প্রতিবেদন রয়েছে। এরপর থেকে প্রতিদিনই শিশু হত্যা অব্যাহত রয়েছে। এখনই যুদ্ধবিরতি চাই।’

এই পোস্টের সঙ্গে হ্যামিলটন নিজের প্রতিক্রিয়া যোগ করে বলেন, ‘আমরা আর নীরব থাকতে পারি না।’

গাজার ওপর চলমান অবরোধ ও সহিংসতার কারণে শুধু বোমা হামলাতেই নয়, খাদ্যাভাব ও চিকিৎসা-সেবার সংকটেও প্রতিদিন মারা যাচ্ছে মানুষ। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শিশুদের মধ্যে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে ১২২ জন ফিলিস্তিনি মারা গেছেন, যাদের মধ্যে ৮৩ জনই শিশু।

একাধিক আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল তা উপেক্ষা করে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৫৯ হাজার ৬০০ ছাড়িয়েছে, যার অধিকাংশই নারী ও শিশু।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা চলমান রয়েছে।

সর্বশেষ সংবাদ

উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কারো সেফ এক্সিট প্রয়োজন নেই, অপশাসন এবং দুর্নীতি থেকে বাংলাদেশের সেফ এক্সিট দরকার বলে মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ