spot_img

বিচার-সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন নয়: নাহিদ

অবশ্যই পরুন

বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় না এনসিপি। এমনটা হলে সেই নির্বাচন জনগণ গ্রহণ করবে না— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৬ জুলাই) মৌলভীবাজার শহরের বেরীরপার এলাকায় দলটির পথসভায় এ কথা বলেন তিনি।

সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বাহাত্তরের সংবিধান মানেই মুজিববাদী সংবিধান। দেশের সংস্কার ও উন্নয়নে সেই সংবিধানের সংস্কার প্রয়োজন। যেখানে মুক্তিযুদ্ধ ও চব্বিশের অভ্যুত্থানের স্বীকৃতি থাকবে। তবে বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষায় রাজপথে নামছে। এর বিরুদ্ধে সক্রিয় থাকতে হবে।

তিনি আরও বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে কাজ করবে এনসিপি। পাশাপাশি বিভিন্ন জাতিসত্তার অধিকার নিশ্চিত করা হবে। এ সময় হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশ হত্যার দায় অভ্যুত্থানকারীদের দেয়ার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

সর্বশেষ সংবাদ

গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য বিক্ষোভ করছে ইন্দোনেশিয়ার জনগণ

এক দিনে চলছে ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা, অন্যদিকে, তীব্র ক্ষুধায় সপ্তাহজুড়ে পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি না...

এই বিভাগের অন্যান্য সংবাদ