spot_img

টি-টোয়েন্টি দলে আফ্রিদি ফিরলেও জায়গা হয়নি বাবর-রিজওয়ানের

অবশ্যই পরুন

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে। দীর্ঘ চার মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার শাহিন শাহ আফ্রিদি। তবে, সংক্ষিপ্ত ফরম্যাটের স্কোয়াড থেকে বাদ পড়েছেন দুই সিনিয়র ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান।

টি-টোয়েন্টি দলের নেতৃত্বের দায়িত্ব থাকবে সালমান আলি আঘার হাতে। দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ পেসার হারিস রউফ ও হাসান আলি। এছাড়া বর্তমান পাকিস্তানের পরিচিত মুখ সাইম আইয়ুব, ফখর জামান, হাসান নওয়াজ, সাহিবজাদা ফারহান ও মোহাম্মদ নওয়াজও স্কোয়াডে জায়গা পেয়েছেন।

বাংলাদেশের বিপক্ষে ভালো পারফর্ম করলেও সালমান মির্জা এবং আহমেদ দানিয়ালকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ দেয়া হয়েছে।

অন্যদিকে, ওয়ানডে স্কোয়াডে থাকছেন মোহাম্মদ রিজওয়ান, যিনি দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিবেন। পাশাপাশি অভিজ্ঞ ব্যাটার বাবর আজম, আব্দু্ল্লাহ শফিক এবং পেসার নাসিম শাহ  কেবল ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন।

পাকিস্তান দল ওয়েস্ট ইন্ডিজ সফরে মোট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। যার প্রথম ম্যাচটি হবে আগামী ১ আগস্ট। সিরিজের সবগুলো টি-টোয়েন্টি ম্যাচ ফ্লোরিডায় অনুষ্ঠিত হবে। এর পর সফরের বাকি অংশে ত্রিনিদাদে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড:
সালমান আলি আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, সাহিবজাদা ফারহান (উইকেটকিপার), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড:
মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আঘা (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

সর্বশেষ সংবাদ

নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

পতিত শক্তি গন্ডগোল লাগিয়ে নির্বাচনের আয়োজনকে ভণ্ডুল করার চেষ্টা করছে। এই অপচেষ্টাকে প্রতিহত করতে ফ‍্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ