মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৪ জুলাই) হুমায়ের, বাপ্পি ও আরিয়ানের পরিবারের সদস্যসহ নিহত ও আহতদের সব পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
এ সময় মির্জা ফখরুল বলেন, মহান আল্লাহর কাছে দেয়া করি, শাহাদাত বরণকারী সবাইকে যেন তিনি ভেস্ত নসিব করেন। অভিভাবকরাদের আল্লাহ শোক সইবার শক্তি দিন। যারা অসুস্থ হয়েছেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে যান। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের কথা শোনেন।
এ সময় হতাহতদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।