spot_img

ফিলিপাইন শুল্ক পাবে না এক পয়সাও, যুক্তরাষ্ট্রকে দেবে ১৯ শতাংশ

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিপাইনের সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পণ্য ফিলিপাইনে ঢুকতে এক পয়সাও শুল্ক রাখা হয়নি। অপরদিকে, যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করতে ১৯ শতাংশ শুল্ক দেবে ফিলিপাইন।

স্থানীয় সময় মঙ্গলবার (২২ জুলাই) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন।  ট্রাম্প এর আগে হোয়াইট হাউজে ফিলিপাইনের প্রেসিডেন্ট মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন।

আজ বুধবার (২৩ জুলাই) আল জাজিরা ও রয়টার্সের পৃথক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, এ মাসের শুরুতে ফিলিপাইনের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। মার্কিনিদের সঙ্গে চুক্তি করে শুল্ক মাত্র ১ শতাংশ কমাতে পেরেছে ফিলিপাইন। চলতি বছরের এপ্রিলে ফিলিপাইনের পণ্যে ১৭ শতাংশ শুল্ক আরোপ করেন তিনি। চুক্তির পর দেখা যাচ্ছে তা ২ শতাংশ বেড়েছে।

ফিলিপাইনের পাশাপাশি ইন্দোনেশিয়ার পণ্যেও ১৯ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

গত বছর যুক্তরাষ্ট্র-ফিলিপাইনের মধ্যে ২৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি ছিল প্রায় ৫ বিলিয়ন ডলার।

ফিলিপাইনের প্রেসিডেন্ট জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক ক্ষেত্রেও কাজ করবেন। তবে কি ধরনের কাজ করবেন সে ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর দক্ষিণপূর্ব এশিয়ার কোনো দেশের প্রেসিডেন্ট হিসেবে মার্কোস ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন।

সর্বশেষ সংবাদ

আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-চীন সম্পর্ক: পরিবেশ উপদেষ্টা

চীন-বাংলাদেশের মধ্যকার সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা...

এই বিভাগের অন্যান্য সংবাদ